ব্যাকলিঙ্ক সোর্স-৩

ব্যাকলিঙ্ক এর একটি সোর্স নিয়ে আলোচনা করবো আশা করছি এর মাধ্যমে আপনার সাইট এর জন্য কিছু ভাল কুয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ফোরাম থেকে ব্যাক লিংক নিবার জন্য কাঙ্ক্ষিত ফোরাম সাইট খুজে বের করবেন।

অনেকেই জানেন ফোরাম পোষ্ট বা ফোরাম এ আলোচনা কতটা জরুরী লিঙ্ক বিল্ডিং এর জন্যে, এছাড়া নির্দিষ্ট বিষয় এ আলোচনা করতে থাকলে অনেক বিষয় শেখা যায় এবং সরাসরি কিছু ভিসিটর পাওয়া যায়, এছাড়া সার্চ ইঞ্জিন গুলো ফোরাম সাইট গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে তাই SEO এর কাজেও বিশেষ কাজে লাগে। ।

ব্যাকলিঙ্ক সোর্স -৩

তাই আজকে আপনাদের কে দেখাব কিভাবে গুগল থেকে কিভাবে নির্দিষ্ট বিষয় ভিত্তিক ফোরাম খুজবেন এবং ফোরাম পোষ্ট এর মাধ্যমে আপনার সাইটের লিঙ্ক বিল্ডিং করবেন

কিভাবে ফোরাম সাইট খুজবেন ?

অনেকেই টাকা দিয়ে ফোরাম সাইটের লিস্ট কিনে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় খুব একটা ফল প্রসু হয় না, কারন অনেক সাইট খুজে পাওয়া যায় না বা বন্ধ বা আপনার বিষয় এর সাথে মিল থাকে না, তাই সবচেয়ে ভাল হয় আপনার নির্দিষ্ট বিষয়ে সার্চ করে ফোরাম সাইট খুজে বের করে পোষ্ট করা বা রিপ্লেই করা,

এখানে গুগল থেকে কিভাবে সার্চ করে আপনার নির্দিষ্ট বিষয় এর সাথে মিল রেখে ফোরাম সাইট খুজে বের করবেন তার জন্যে উদাহরন দেওয়া হল

সার্চঃ your terms inurl:forum

সার্চঃ “your terms” inurl:forum

সার্চঃ your terms +forum
your terms এর জাইগায় আপনি আপনার নিস বসাবেন

এরপর এক এক করে ফোরাম লিঙ্ক ধরে ফোরাম সাইট গুলোতে যান এবং একাউন্ট খুলুন,

আপনার সাইট বা নিজ সর্ম্পকে প্রফাইল তৈরী করুন এবং পোষ্ট করুন ফোরাম এর গাইড লাইন মেনে…
আপনাদের ব্যাকলিঙ্ক সোর্স শেয়ার করুন পোস্ট এর মাধ্যমে আর সকলের ব্যাকলিঙ্ক সোর্সকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ সকলকে।

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.