আসালামু আলাইকুম । সবাই কে জুম্মা মুবারক জানিয়ে আজকের পোস্টটা লিখা শুরু করছি । সাইবার ম্যানডে ও ব্ল্যাক ফ্রাইডে অফারে আমরা অনেকেই ডোমেইন, হোস্টিং কিনে থাকি । আমরা অনেকেই ডোমেইন কিনে দেখি একটা এক্সপায়ারড ডোমেইন কিনে ফেলছি । যেই ডোমেইন কিনা পেনাল্টি খেয়েছে কিনবা একাধিক বার ড্রপ হইছে । তখন আমাদের ডোমেইন কিনার টাকা পয়সা টাই জলে যায় । মনে মনে আফসোস করি ইস যদি ডোমেইন টা দেখে নিতে পারতাম ! আজকে এই লিখা টা যারা অ্যাফিলিয়েট মার্কেটে আমার মতন নতুন তাদের জন্য । চলুন তাহলে শুরু করা যাক ।
রাস্তা নাম্বার ০১: আপনি যেই ডোমেইন টা নিতে চান সেইটিকে ওয়েব আর্কাইভে চেক করুন । ওয়েব আর্কাইভে যেতে এই লিংকে ক্লিক করুন
তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ডোমেইন নাম সার্চ করুন । দেখুন আমি আপনাকে আমার নিজের নামের ডোমেইন সার্চ করে দেখাচ্ছি নিচে ।
দেখতে পাচ্ছেন যে ওয়েব আর্কাইভে চেক করে সে আমাকে খুজে পেয়েছে আমি সাইট টা নিয়ে কাজ করছি । আর যদি আমি কাজ না করতাম তাহলে সে আমাকে কোন কিছু দেখাতে পারতো না সেই সাথে সাথে নো ইউআরএল দেখাতো । ভাবছেন এটা কি পেইড কিনা, জিনা মহাশয় এটা ১০০% ফ্রী ।
রাস্তা নাম্বার ০২: এবার আমরা ডোমেইন এর হিস্টোরি চেক করতে যেই টুলস ব্যবহার করবো সেই টা হচ্ছে হু ইস । হু ইসে যেতে এই লিংকে ক্লিক করুন । কিভাবে করবেন তা দেখতে আমার নিচের ছবিটি কে ফল করতে পারেন ।
প্রথমে আমি সার্চ বক্সে আমার ডোমেইন এর নাম সার্চ করেছি তারপর সেই বাকি সব ইতিহাস আমার সামনে নিয়ে আসছে । কবে প্রথম কিনেছি কবে এবার আপডেট করছি কই হোস্টিং করা ইত্যাদি । ভাবছেন এটা কি ফ্রী নাকি পেইড এটাও ফ্রী একবারে ।
রাস্তা নাম্বার ০৩: এবার আমি আপনাকে এমন একটা ফ্রী টুলস এর সাথে পরিচয় করে দিবো যেই টা আপনাকে ২০০০-২০১৭ সাল পর্যন্ত কোন ডোমেইন কোথায় হোস্টিং করা হয়েছিল তাই দেখাতে সক্ষম । চলুন তাহলে এটার সাথে পরিচিত হয়ে যাই । এটার নাম হোস্টারস্ট্যাট । হোস্টারস্ট্যাটে যেতে এখানে ক্লিক করুন ।
তারপর আপনি আবার সার্চ বক্সে ডোমেইন এর নাম সার্চ করুন । বুঝতে প্রব্লেম হলে নিচের ছবিটি লক্ষ্য করুন ।
কি দেখছেন আমার এখনকার ও আগের হোস্টিং এর ইতিহাস দেখাচ্ছে । যার ফলে বুঝাই যাচ্ছে এটা একটি এক্সপায়ার ডোমেইন ।
রাস্তা নাম্বার ০৪: এবার যেই টুলসটি আমি ইউস করবো এটাও ১০০% বিনামূল্যে আপনি ইউস করতে পারবেন । টুলসটি ইউস করতে এই লিংকে চলুন ।
তারপর আবার সার্চ বক্সে আপনার ডোমেইন এর নাম লিখে সার্চ করুন । যদি আগে ডোমেইন টা রেজি না হয় তবে কোন ফলাফল দেখাবে না । রেজি হইছে বাট এটা থেকে কোন স্প্যাম হয় নাই সেফ তাহলে ও আমাকে বলে দিবে সেফ । আর যদি আগে রেজি হইছে ও ডোমেইন টা দিয়ে স্প্যাম হইছে তাহলে ও আপনাকে বলে দিবে যে এই ডোমেইন টা সেফ না ।
বাকি ইতিহাস টা দেখতে আমার ডোমেইনের জন্য সার্চ ফলাফল নিচে দেখতে পারেন ।
আশা করছি আজকের দেখানো এই ৪ টি রাস্তায় হাঁটলে আপনাকে আর কখনই এক্সপায়ারড ডোমেইন কিনতে হবে না, না জানার জন্য । সবার সাইবার ম্যানডে ও ব্ল্যাক ফ্রাইডে এর কেনা কাটা মন মতন হোক এই প্রার্থনা করছি । পরিশেষে বলছি আপনার বুঝতে কোথায় সমস্যা হলে নিচে কমেন্ট করে জানান । পোস্টটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করেন । ধন্যবাদ