গেস্ট পোস্টের আদ্যোপান্ত

আসালামু আলাইকুম সবাই কেমন আছে? আশা করছি ভাল রয়েছেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের লিখাটা শুরু করছি । আজকের লিখাটা আমি লিখছি আমার এক ভাই এর প্রশ্নের উত্তর করার জন্য। আপনাদের সাথে শেয়ার করছি কারন আপনাদের ও কাজে লাগতে পারে তাই ।

গেস্ট পোস্টের আদ্যোপান্ত
গেস্ট পোস্টের আদ্যোপান্ত

প্রথমে বলে নিচ্ছি আজকের লিখা টা অনেকের খারাপ লাগবে আর অনেকের ভাল লাগবে। কেন খারাপ লাগবে সেই টা লিখার শেষে বুঝবেন।কার খারাপ লাগলে আমার করার কিছু নেই । খারাপ লাগলে নিচে খারাপ লাগার ইমোজি দিন। ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ।

প্রথমে বলি গেস্ট পোস্ট কি?

গেস্ট পোস্ট হচ্ছে যে  আমার  ওয়েবসাইট বাদে অন্যর ওয়েবসাইটে আমার লিখা প্রকাশ করা ও সেইখানে আমার নাম ধাম সাথে যুক্ত পোস্ট কে বুঝি ।

ভাবছেন যে লিংক  কই যাইবে, যখন আপনার পোস্ট প্রকাশ করবেন সেইখানে যেইটা আপনার পোস্টের সাথে সম্পর্কিত কোন বিষয় ভাল লিখছে তার লিখাকে আপনার অডিইয়্যান্সকে রেফার করা। এই রেফারের জাইগায় আমরা আমাদের ওয়েবসাইট এর লিংক  দিয়ে থাকি।

কেন আপনি গেস্ট পোস্ট করবেন?

এটা  উত্তর আপনি আপনার  ওয়েবসাইটের জন্য লিংক  পাবেন যার ফলে ঐ ওয়েবের কিছু লিংক  জুস আপনার ঐ ইউআরএল পাবে।  সাথে আপনি ঐ  অ্যাংকরে  সার্চ ইঞ্জিনের কাছে ভাল পোস্ট হিসাবে সিগন্যাল  পেলেন যা আপনার ঐ পোস্ট কে র‍্যাংক  পজিসন বুস্ট করতে সাহায্য করবে । আর সবচেয়ে আমার মতে বেশি লাভ হবে যে আপনি ফ্রী তে কিছু টার্গেটেড ট্র্যাফিক পাবেন ।

এবার আসি কিভাবে খুজে পাবেন ফ্রী মেথডে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে পাবেন সেইটা জানতে এই পোস্টটি দেখতে পারেন ।

এছাড়া আপনি নিচের স্টিং দিয়ে সার্চ করে ও আপনি গেস্ট পোস্ট ওয়েবসাইট নাম খুজে বের করতে পারবেন ।

  • Your Keyword “guest post”
  • Your Keyword “write for us”Your Keyword “guest article”
  • Your Keyword “guest post opportunities”
  • Your Keyword “this is a guest post by”
  • Your Keyword “contributing writer”
  • Your Keyword “want to write for”
  • Your Keyword “submit blog post”
  • Your Keyword “contribute to our site”
  • Your Keyword “guest column”
  • Your Keyword “submit content”
  • Your Keyword “submit your content”
  • Your Keyword “submit post”
  • Your Keyword “This post was written by”
  • Your Keyword “guest post courtesy of ”
  • Your Keyword “guest posting guidelines”
  • Your Keyword “suggest a post”
  • Your Keyword “submit an article”
  • Your Keyword “contributor guidelines”
  • Your Keyword “contributing writer”
  • Your Keyword “submit news”
  • Your Keyword “become a guest blogger
  • “Your Keyword “guest blogger”
  • Your Keyword “guest posts wanted”
  • Your Keyword “looking for guest posts”
  • Your Keyword “guest posts wanted”
  • Your Keyword “guest poster wanted”
  • Your Keyword “accepting guest posts”
  • Your Keyword “writers wanted”
  • Your Keyword “articles wanted”
  • Your Keyword “become an author”
  • Your Keyword “become guest writer”
  • Your Keyword “become a contributor”
  • Your Keyword “submit guest post”
  • Your Keyword “submit an article”
  • Your Keyword “submit article”
  • Your Keyword “guest author”
  • Your Keyword “send a tip”
  • Your Keyword inurl: “guest blogger”
  • Your Keyword inurl: “guest post”
  • allintitle: Your Keyword + guest post

আপনার লিস্ট করা শেষ এখন আপনি কি করবেন । এখন আপনি আপনার লিস্ট থেকে এক এক করে ইমেইল করেন। ভাবছেন যাদের মেইল করছেন সবাই আপনার নিসের উপর অ্যাফিলিয়েট করে আসলে না এখানে কেউ কমিনিটি, অ্যাডসেন্স ব্লগ, ম্যাগাজিন এই সব হতে পারে। এই টাইপ দেখে ভয় পেয়ে যাবার কিছু নেই ।

ভাবছেন কিভাবে দেখে বুঝবেন এত ওয়েবসাইটের ভিতরে কোন টা আপনার জন্য পারফেক্ট ওয়েবসাইট যেইখানে আপনি আপনার কনটেন্ট পাবলিশ করবেন ।

guest post master

গেস্ট পোস্ট পাবলিশের চেকলিস্ট

#১. প্রথমে আপনি  ঐ ওয়েবসাইটের টার্গেট অডিইয়্যান্স কারা তারা কোথাকার অডিইয়্যান্স ও কিভাবে আসছে এইসব দেখবেন । তবে এইখানে টার্গেট অডিইয়্যান্স কারা দেখা মেজর পার্ট বাকি গুলি মাইনর।

#২. তার কিছু আগের প্রকাশিত কিছু গেস্ট পোস্ট দেখা, কিভাবে দেখবেন ভাবছেন দেখবেন তারা কি লিখেছে কিভাবে লিখেছে তারা কি ধরনের রেসপন্স পেয়েছেন, ঐ অথর কি আর ও পোস্ট করেছেন কিনা। করলে সে কি একি ওয়েবসাইট রেফার করেছেন নাকি আলাদা  ইত্যাদি দেখা

কেন দেখবেন ভাবছেন কারন সে লিংক  ২ দিন পরে মুছে দিবে কিনা বুজতে পারবেন, সেই সাথে সাথে বুঝতে পারবেন তারা কি ধরনের লিখা দিয়ে এডিটরের অনুমোদন পেয়েছেন কোনটি লিংক  নিয়েছেন ও কি ধরনের রেসপন্স পেয়েছেন মানে লিংক  কি রকম সে ভিজিটর পেতে পারেন।

#৩. এই ওয়েবসাইটের কাজ কি লিংক  সেল করা কিনা চেক করা  রিসেন্ট পোস্ট যারা করছে ঐ  ওয়েবসাইটের কিছু অথরের কিছু লিখা চেক করা। ফলাফল  যদি লিংক  সেল করা হয় তাহলে বাদ দেন।

#৪. দেখেন এই ওয়েবসাইট কি এক্সপায়ার কিনা, এক্সপায়ার হলে  কি ধরনের ওয়েবসাইট আগে ছিল এখন কি ধরনের তুলনা করুন । যদি ২ টি ওয়েবসাইট ধরনের পার্থক্য থাকে তাহলে বাদ দিতে পারনে ।

কারন এটা পিবিএন টাইপ ওয়েবসাইট হবার সম্ভাবন রয়েছে।  

#৫.  তার লিংক  চেক করা কারন সে তার ওয়েবসাইট এর জন্য কি ধরনের লিংক  বিল্ডিং করছে সেইটা দেখা দরকার। যদি উত্তর উল্টাপাল্টা লিংক  করে তাহলে ভাবনার বিষয় ।

#৬. স্প্যাম স্কোর গুলো কি কারণে দেয়া সংখ্যার উপর মাউস হোভার করলেই দেখতে পারবেন। মজ ম্যাট্রিক্স দেখে গেস্ট পোস্ট না নেয়া উচিত। যেমন মজ ৯৯ ডিজাইন ওয়েবসাইট কে জন্ম থেকে স্পাম স্কোর ১ দেখাবে কারন তার নামের মাঝে সংখ্যা রয়েছে ।  এখন কেউ যদি এমন ডোমেইন দিয়ে আপনাকে গেস্ট পোস্ট লিংক  দেয় আপনি কি করবেন স্পাম স্কোর ১ দেখে। তবে অনেক বেশি স্পাম স্কোর হলে আমি নিব না । ১-৩ স্পাম স্কোর হলে আমি নিয়ে থাকি।

#৭. যদি টাকা পয়সা চায় তাহলে একটু সময় নিয়ে ভেবে দেখেন উপরের সব যদি তার ঠিক থাকে তাহলে তার পিছনে টাকা দেয়া যেতে পারে ।

আসুন এবার কিছু গেস্ট পোস্ট নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর জানি

#১. একটি ওয়েবসাইট দিয়ে কত গুলি লিংক  নেয়া যেতে পারে?

আমি যদি উপরের সব ব্যাপার মানা ওয়েবসাইট হয় এবং ফ্রী তে হয় তাহলে একাধিক লিংক  নিতাম। আপনি নিতে পারেন। আর টাকা দিলে হলে একাধিক নিতাম না

#২. এক পোস্ট থেকে একাধিক লিংক  নেয়া ঠিক কিনা?

যদি ওয়েবসাইট মালিক রাজি থাকে তাহলে ২ তার বেশি ১ টি পোস্ট থেকে নিতাম না।

#৩. তার ওয়েবসাইট এক নিসে আমার ওয়েবসাইট আলাদা নিসে তার ঐ ওয়েবসাইট থেকে কি  গেস্ট পোস্ট নেয়া ঠিক হবে?

আমার উত্তর তার নিসে লিখে লিখার মাঝে ন্যাচারাল ভাবে আমার নিসের কিওয়ার্ড নিয়ে এসে কিংবা অথার বায়ো থেকে নিয়ে নিতাম।

#৪. গেস্ট পোস্টের লিখা কোথা দিয়ে লিখান?

আমি এই লিখা টা দিয়ে আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং করছি তাই আমি খুবই ভাল জাইগা থেকে নিতাম ও লিখা খুবই ভাল ভাবে যাচাই বাছাই করে দিতাম। কোন এক্সপায়ার কিংবা স্পিন কনটেন্ট দিতাম না।

#৫. যদি ঐ ওয়েবসাইট মালিক রেসিপ্রকল লিংক  চায় তাহলে আপনি কি করেন?

আমি লিংক  নেই না। কারন এটা গুগল পজিটিভ ভাবে নেয় না।তাছাড়া আপনার নিস তার নিস এক তাহলে সে আপনি খালি লিংক  পালটালেন মাঝে লাভ হল না কারন  সে আপনাকে যেমন লিংক  জুস দিচ্ছে এবার লিংক  জুস নিচ্ছে । যোগ বিয়োগ করলে ফল কি হবে আপনি জানেন।

#৬. কার কাছ থেকে সার্ভিস নিলে গেস্ট পোস্ট নিয়ে, কি কি ব্যাপার লক্ষ্য রাখেন?

উপরের পয়েন্ট ফল করি সাথে দেখি তার সাথে গেস্ট পোস্ট ওয়েবসাইটের মালিকের সম্পর্ক কেমন, সে কত দিন ধরে সার্ভিস দিচ্ছে, তার আগের সার্ভিস নিয়েছে তাদের তার ব্যাপারে রিভিউ কি, তার সার্ভিস এ দিতে সে কেমন গোপনীয়তা বজায় রাখে, তার পেমেন্ট মেথড কি, তার প্রাইস কেমন ।

guest post bangla article

#৭. দেশি ভাইদের কাছ থেকে সার্ভিস বা গেস্ট পোস্ট নিয়ে আপনি কি বলবেন?

আমার উত্তর ১০০০০ হাত দূরে থাকুন। কারন তাদের সার্ভিস চার্জ অনেক হাই, তারপর সে আপনার নিস জানবে আপনার ওয়েবসাইট জানবে। বাকি আপনি কি কি সমস্যাতে পরতে পারেন আমি নাইবা বললাম । আর যদি সে গেস্ট পোস্ট সেল করে তাহলে তাদের দাম হাই তাছাড়া আপনার ওয়েবসাইট জেনে গেলআপনার ওয়েবসাইট জদি একটু ভাল করে সে সেই নিস নিয়ে কাজ করবে আপনার একজন কম্পিটিটর বেড়ে যাবে। সে আপনার ওয়েবসাইট অনেকের সাথে শেয়ার করতে পারে। কোন ঝামেলা হলে নেগেটিভ এসইও করতে পারে।  এবার কি করবেন ভাবেন।

#৮. আমি বিদেশি কেউ কে মেইল করে কনভিন্স করতে পারছিনা?

আপনি এটাকে আপনার রেগুলার টাস্ক হিসাবে নেন। মেইল লিখা কিভাবে ভাল করা যায় শিখুন, একবার ফ্ল পেলে তারপর আপনাকে কে আটকায় । প্রথম দিকে একটু সময় লাগবে তারপর আপনি সিখে গেলে আপনার সাকসেস রেট দিন দিন বেড়ে যাবে। তাই হতাশ না হয়ে নিজে চেষ্টা করুন।

#৯. আমি কেউ কে হায়ার করে যদি এই কাজ গুলি করাই?

করাতে পারেন তবে এটা খুবই ব্যয়বহুল ও খুব ভাল কাজ করেছে আমার চোখে এখনো পরেনি ।

#১০. গেস্ট পোস্ট কি ডুফলো বাদে নেন না?

আমি ওয়েবসাইটের ধরন দেখে  সিদ্ধান্ত নেই। খুবই ভাল হলে নোফল দিলে তাই নেই। আর গড়পড়তার হলে ডুফলো নিবার চেষ্টা করি।

#১১. গেস্ট পোস্ট যদি হয় পিবিএন ওয়েবসাইট থেকে তাহলে নেন?

আমার উত্তর না। এতে বাঁশ খেতে হবে আজ না হোক কাল এই ভয়ে নেই না।

#১২. গেস্ট পোস্ট যদি হয় স্পিন কনটেন্ট ওয়েবসাইট থেকে তাহলে নেন?

আমার উত্তর না। এতে বাঁশ খেতে হবে আজ না হোক কাল  কারন গুগল স্পিন কনটেন্ট ভাল ভাবে নেয় না।

#১৩. আপনি আলাদা ভাষার ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নেন?

আমি আলাদা ভাষা থেকে একবার নিয়েছিলাম কোন সমস্যা ফেইস করি নাই। আপনি এটার সিদ্ধান্ত নিজে নিন ।

#১৪. যদি আলাদা কান্ট্রি টিএলডি হয়(.in, .uk, .sg,.fr ইত্যাদি) তাহলে কি ঐ ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নেন?

আমি কান্ট্রি নিয়ে মাথা ঘামাই না। তবে অনেক এক্সপার্ট কে দেখেছি  ব্যাপার টা তারা দেখে যে আমার টার্গেট কান্ট্রি ও টপ লেভেল টিএলডি থেকে নিতে বলে থাকে ।

#১৫. গেস্ট পোস্ট   খুজতে আপনি কি করেন?

আমি সার্চ স্টিং ইউস করে সার্চ করি এছাড়া ফেসবুক গ্রুপ, টুইটার, লিংক দিন এইসব জাইগা গুলিতে খুজি ।

#১৬. আপনি কি ওয়েবসাইট র‍্যাংক  করাতে গেস্ট পোস্ট কেই এখন বেস্ট লিংক  বিল্ডিং মেথড ভাবেন?

আমার উত্তর না। আমি সব ধরনের লিংক  বিল্ডিং করি যেমন ওয়েব ২.০, ব্লগ কমেন্ট, ব্লগ কার্নিভাল, ফোরাম পোস্টিং, সোশ্যাল  সাবমিসন, ডক সাবমিসন, রিসোর্স লিংক , গেস্ট পোস্ট, ডিরেক্টরি সাবমিসন, ব্রোকেন লিংক  ফিক্স, ভিডিও সাবমিসন, ইনফগ্রাফিক্স সাবমিসন, লিংক  রাউন্ড আপ ইত্যাদি রাস্তায় লিংক  করে থাকি ।

#১৭. আপনার পড়া গেস্ট পোস্ট নিয়ে কিছু লিখা শেয়ার করুন?

আমার প্রথম পছন্দ ব্যাকলিংকো এই পোস্ট , তারপর আমার ভাল লেগেছে নেইল প্যাতেলের এই পোস্টটি ,  আহ্রেফের লিখাটা দেখতে পারেন, আশা করছি এই টিপস আপনাকে কাজে দিবে, এটা না পড়লে আসলে অনেক কিছু জানা হত না আমার।

#১৮. আউটরিচ ইমেইলের মেইল কি জিমেইল থেকে করেন না ডোমেইন মেইল?

আমি আমার পার্সোনাল ওয়েব মেইল ইউস করতে ভালবাসি । তবে ওয়েব মেইল ইউস করলে বেশি আমার মতে প্রফেশনাল ভাব আসে । আমি প্রথম দিকে জিমেইল ইউস করতাম ।

#১৯. গেস্টপোস্ট ওয়েবসাইটের  ডিএ/পিএ কম  হলে আপনি কি করেন?

আসলে ডিএ/পিএ নিয়ে আমি মাথা ঘামাই না এটা মজের একটা ম্যাট্রিক্স। এটা ৯০দিন পর পর আপডেট হয় । এটা কম বেশি কোন মেজর ইস্যু নয় ।

#২০. কি ধরনের মেইল পাঠান ?

এটা আমার লিখা একটা রুপক টেম্পলেট, আপনি আপনার টা বানিয়ে নেন । আইডিয়া দিবার জন্য এটা লিখা মাত্র

হেই আক্কাস 
সুভ সন্ধ্যা । আমি তোমার ব্লগ টা গেস্ট পোস্ট আলাউ করে এমন ওয়েবসাইট খুজতে গিয়ে পেলাম, তারপর দেখলাম আমি আর তুমি সেইম বিষয়ে লিখালিখি করছি। আমি বিগত এক্সক্সক্স বছর ধরে এই বিষয় নিয়ে লিখালিখি করছি । তুমি চাইলে আমরা একটি কমুনিটি গড়ে তুলতে পারি যেহেতু তুমি আমি একি বিষয় নিয়ে লিখালিখি করছি । কমুনিটি গড়ার প্রথম পদক্ষেপে আমি তোমার বহুল প্রচারিত ব্লগে …।। বিষয় নিয়ে একটি নিবন্ধ  প্রকাশ করতে চাই । আমার নিবন্ধের আকার হবে …।। ওয়ার্ডের । আমি নিবন্ধের সাথে ২ টি আমার গ্রাফিক্স ডিজাইনার দিয়ে করা ছবি দিবো । সেই সাথে আমার প্রকাশিত নিবন্দনের জন্য …। ডলার ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তোমার ব্লগ কে প্রচারে সহযোগিতা করবো । 
আমি আপনার ব্লগে একটি নিবন্ধ প্রকাশ হবে সেই আশাতে রহিলাম । সেই উত্তর শুনার অপেক্ষা করলাম। 
নিবেদক 
এক্সক্সক্সক্সক্স
যযযয.কম ব্লগার    

#২১. একটা ভাল সাইট থেকে একাধিক গেস্ট পোস্ট করা হল ধরেন, কিন্তু প্রত্যেকটায় লিংক  নেওয়া হল একই আলাদা আলাদা মানি আর্টিকেলের জন্য। সেক্ষেত্রে কি কাজে দিবে নাকি দিবে না।

আপনি একাধিক ব্যাকলিংক  নিতে পারবেন রিলিভেন্ট হলে কোন প্রব্লেম নাই তবে ৪-৫ তার বেশি নিয়েন না যতই রিলিভেন্ট হোক না কেন ।

#২২. কিছু সাইট আছে যেগুলোর রেফারিং ডোমেইন অনেক কিন্তু তুলনামূলক ট্রাফিক কম আবার কিছু সাইট আছে যেগুলোর রেফারিং ডোমেইন কম কিন্তু অর্গানিক ট্রাফিক ভালোই আছে,সে ক্ষেত্রে কোন টাকে প্রায়োরিটি দিয়া উচিত?

লিংক  প্রোফাইল ভাল থাকলে এমনিতেই ট্রাফিক ভাল থাকে । তবে আমি সিউর অর্গানিক ট্রাফিক ভালোই আছে সেই ওয়েবসাইট থেকে লিংক  নিব ।

#২৩. এক্সপাইয়ার্ড টাম্বার নেয়া ভালো নাকি গেস্ট পোস্ট নেয়া ভালো ?

আমার মতে ২ টা ২ ধরনের লিংক  করার মেথড তাই আমি কোন তুলনা করবো না । তবে আমি ২ টি এর একটি বাছাই করতে বলে তাহলে গেস্ট পোস্ট করবো ।

#২৪.  আমার কম্পিটিটর এক জাইগায় গেস্ট পোস্ট করেছে যে অন্য সাইটের পোস্ট সে কপি পেস্ট করেছে . কিন্তু আমার কম্পিটিটর সে সাইটে ইউনিক গেস্ট পোস্ট করেছে ।এক্ষেত্রে কি করতে পারি ?

আমার মতে এইখান থেকে গেস্ট পোস্ট করার দরকার নেই। কম্পিটিটর কে সব সময় ফলো করা বুদ্ধিমানের কাজ নয়। কারন কালকে বাদে পরশু গুগল ওকে বাঁশ দিবে তখন আপনার কম্পিটিটর বাঁশ খাবার  সমূহ সম্ভাবনা রয়েছে।

Guest Blogging

#২৫. গেস্ট পোস্ট আর এডিটোরিয়াল পোস্টের মধ্যে পার্থক্য কি?

সাইটের অথর নিজের নামে পাবলিশ করা হচ্ছে এডিটোরিয়াল পোস্ট আর অন্যের নামে পাবলিশ করা হচ্ছে গেস্ট পোস্ট।

#২৬. কম্পিটিটর এর গেস্ট পোস্ট কিভাবে বের করতে পারি।

আপনি আহ্রেফস দিয়ে ডাউনলোড করেন দেখেন যে অইখানে কনটেন্ট  মাঝে দিয়ে জেইগুলি আসছে সেইগুলি একটা এরপর একটা ওপেন করেন ম্যানুয়ালি চেক করে দেখেন।

#২৭. স্পাম স্কোর রয়েছে এমন ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নেন কিনা?

স্প্যাম স্কোর গুলো কি কারণে দেয়া সংখ্যার উপর মাউস হোভার করলেই দেখতে পারবেন। মজ ম্যাট্রিক্স দেখে গেস্ট পোস্ট না নেয়া উচিত। যেমন মজ ৯৯ ডিজাইন ওয়েবসাইট কে জন্ম থেকে স্পাম স্কোর ১ দেখাবে কারন তার নামের মাঝে সংখ্যা রয়েছে ।  এখন কেউ যদি এমন ডোমেইন দিয়ে আপনাকে গেস্ট পোস্ট লিংক  দেয় আপনি কি করবেন স্পাম স্কোর ১ দেখে। তবে অনেক বেশি স্পাম স্কোর হলে আমি নিব না । ১-৩ স্পাম স্কোর হলে আমি নিয়ে থাকি।

#২৮. আমার কম্পিটিটর একটা সাইট থেকে গেস্ট পোস্ট করে লিংক  নিয়েছে। এখন আমি যদি ঐ সেইম আর্টিকেল থেকে লিংক  নেই এটাতে কি কোনো সমস্যা হবে?

 সমস্যা নেই নিতে পারেন। তবে আমার মতে নিউ একটা পোস্ট করে সেইখান থেকে নেয়া টা  বুদ্ধিমানের কাজ হবে তবে তাকে বলতে হবে যে ঐ কম্পিটিটরের পোস্ট কে ইন্টারনাল লিংক  করে আপনার নিউ পোস্টে দিতে প্লাস আপানার পোস্ট থেকে কম্পিটিটরের পোস্ট লিংক  নেয়া পোস্টে ইন্টারনাল লিংক  করা যাবেনা।

#২৯. ফাইভার থেকে কোন গেস্ট পোস্ট নিয়েছেন?

আমি গরিব মানুষ ফাইভার থেকে সার্ভিস নিবার সাহস সঞ্চার করতে পারি নাই। কারন সার্ভিস নিবেন টাকা দিয়ে এবার টাকা দিয়ে এর ক্ষয়ক্ষতি ঠিক করতে হবে।

#৩০. গেস্ট পোস্ট থেকে লিংক  কোথায় নিলে ভালো হয়? হোম পেইজে না টার্গেটেড পোস্টে?

আপনার যেই কিওয়ার্ড র‍্যাংক  করতে চান সেই পোস্টে নিবেন ।

#৩১. আমার গেস্ট পোস্ট গুলোকে যদি ওয়েব ২.০ দিয়ে টায়ার ২ লিংক  করি তাহলে কেমন সুবিধা পেতে পারি?

আমি করতে নিষেধ করছি কারন ঐ ওয়েবসাইট মালিক জানলে খবর আছে। তবে মালিক যদি অনুমোদন দেয় তাহলে করতে পারেন।

#৩২. কম্পিটিটর যে বিষয় গেস্ট পোস্ট করেছে আপনি কি ঐ ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট করার সুযোগ পেলে আপনি ঐ বিষয় লিখবেন?

না আমি  আমার টার্গেট কিওয়ার্ড এর আসে পাশে ইনফো কিওয়ার্ড দিয়ে লিখবো ।

#৩৩. আপনি কিভাবে গেস্ট পোস্ট সার্ভিস দিতে পারেন?

প্রথমে আপনি নিস ধরে ধরে লিস্ট করেন তারপর মেইল পাঠান। তারপর যারা আপনাকে পজেটিভ রেসপন্স করবে তাদের ডিএ,পিএ, ব্যাকলিংক সংখ্যা আহ্রেফের ছবি তুলে, ট্র্যাফিক কেমন পায় সেই গুলি সহ আপনার রিকুয়ারমেন্ট দিয়ে গ্রুপে পোস্ট করবেন তারপর কেউ আপনাকে নক দিলে আপনি তার কনটেন্ট নিয়ে পাবলিশ করে লিংক দিয়ে সার্ভিস দিতে পারেন। আপনার কাছে যত বেশি ওয়েবসাইট থাকবে আপনার ইনকাম করার সম্ভাবনা বেড়ে যাবে তাই প্রথম কিছু দিন সফল না হলে কাজে লেগে থাকুন। আজ না হোক কাল সফল আপনি হবেনি। সরি এর বেশি আমি সার্ভিস নিয়ে আপনাকে আইডিয়া দিতে পারছিনা। কারন আমি কখন সার্ভিস দেইনি।  

#৩৪. পিবিএন ও গেস্ট পোস্টের মাঝে পার্থক্য কি ?

পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগিং নেটওয়ার্ক। আসুন একটু ছোট ভাবে এই বিষয়টি নিয়ে অল্প সল্প আলোচনা করি। পিবিএন হচ্ছে  আমার সৃষ্টিকৃত ব্লগ কিন্তু আমার নামে আমি লিখছিনা লিখছি অন্য নামে, তবে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই জাইগা থেকে লিংক নিবো আমার মানি কিওয়ার্ড র‍্যাংক করার জন্য । কিন্তু বলে রাখা ভাল অনেকে পিবিএন  থেকে লিংক সেল করে গেস্ট পোস্ট বলে ।

ভাবছেন পিবিএন  যা গেস্ট পোস্ট তা। আসলে গেস্ট পোস্ট যেইখানে আমি করিছি সেই ওয়েবসাইটের মালিক আমি না, সেই ওয়েবসাইটে ট্রাফিক থাকবে, সেই ওয়েবসাইটের  ভাল ব্যাকলিংক প্রোফাইল থাকবে, ভাল জাইগায় হোস্ট করা থাকবে। এই উল্লেখিত পয়েন্টগুলি পিবিএনে  অনুপুস্তিত কিন্তু পিবিএনে ভাল লিংক জুস পাস করতে পারে কারন এর জন্য ভাল টায়ার করা থাকে প্লাস ভাবছেন পিবিএন  গুলি বেশি ভাগ এক্সপায়ার হয় কিন্তু রিলিভেন্ট নিস থাকে না প্রথম ও মাঝের রেজিস্ট্রেশন করার পর ওয়েবসাইট বানানোর  মাঝে, ৩য় ধরনের হোস্টিং ইউস করা হয়ে থাকে। তাই আমরা এক কথায় বলতে পারি পিবিএন ও গেস্ট পোস্টের উদ্দেশ্য এক হলেও কাজের ধরন এক রকম থাকেনা। সবার শেষে বলি গেস্ট পোস্ট করা টা গুগল পজিটিভলি নেয় আর পিবিএন  ভাল ভাবে নেয় না। ধরা পরলে জামিন নাই,নিশ্চিত পেনাল্টি।

#৩৫. গেস্ট পোস্ট কিভাবে অনুমোদন পাবেন?

আসলে এটার কোন  ধরা বাধা নিয়ম নেই। তাই এই ব্যাপারে আপনাকে কেউ কোন ধারনা দিতে পারবে বলে আমি মনে করি না। যে যেইভাবে গেস্ট পোস্ট ওয়েবসাইট মালিককে কনভিন্স করতে পারে। সবার করার, সবার জন্য করার প্যাটার্ন এক নয়।

গেস্ট পোস্ট করা ছাড়া আরো অনেক লিংক  বিল্ডিং করার মেথড রয়েছে আপনারা সকল মেথডের সাথে মিক্স আপ করে গেস্ট পোস্ট করবেন। গেস্ট পোস্ট আপনাকে যে র‍্যাংকিকে এগিয়ে দিবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।  

লিখতে লিখতে হয়তো আমি অনেক অপ্রাসাঙ্গিক কথা লিখেছি, বানান ভুল করেছি আশা করছি আপনারা এই ব্যাপারগুলিকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন । এছাড়া ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর খারাপ লাগলে কমেন্ট করে জানিয়ে দিন ।এছাড়া আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে।  আজ যাচ্ছি সামনে আপনাদের সামনে হাজির হব নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ।

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.