পেজিনেট পেজকে ব্লক করুন নিমেষেই

সবাইকে মার্কেটারের সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে লিখা টা শুরু করছি। অনেকদিন পরে লিখতে বসলাম কি লিখবো ভাবছিলাম, তখন মাথায় আসলো আমরা সবাই ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট বানাই, সেই ওয়েবসাইট গুলি বানাতে আমি যে প্রব্লেম ফেইস করেছি গত ২ বছর তার সকল নোট গুলি একে একে তুলে দিবো ।

সেই চিন্তা থেকে আজকে আমি প্রথম যেই টপিক টা নিয়ে আলোচনা করবো সেই টা হচ্ছে পেজিনেট পেজ কিভাবে ডিইনডেক্স করবেন । আগেই বলে নেই আমি এই গুলি অনলাইন থেকে নিজের সমস্যায় পরে সার্চ করে করে বের করেছি । এই কোড প্লাগিন্স কোন কিছুই আমার নিজের বা অ্যাফিলিয়েট কোন কিছু নয়।

 

একদা এক সময় ইয়োস্ট পেজিনেট পেজকে ব্লক করার সুবিধা দিত কিন্তু ইয়োস্ট এর ৬.৩ ভার্সন থেকে সেই সুবিধাটা তুলে নিয়েছে । এখন আমাদের যাদের ওয়েবসাইট গুলিতে প্রচুর কনটেন্ট আছে  তারা পরেছি বিপাকে কিভাবে  করে পেজিনেট পেজকে ব্লক করা যাবে তা নিয়ে ।

চলুন তাহলে জানি কিভাবে করে পেজিনেট পেজকে ব্লক করবেন সেই উপায় সমুহ ।

 

উপায় নাম্বার ১০১

আপনি চাইলে পেজিনেট পেজকে ব্লক করতে রোবট টেক্সট ফাইলকে কাজে লাগাতে পারেন । কিভাবে লাগাবেন ভাবছেন?  কিছু করতে হবে না আপনার প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশ বোর্ডে যাবেন। তারপর  ইয়োস্ট  যাবেন সেইখানে দেখবেন টুলস নামে একটা অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। চাইলে নিচের ছবি টি দেখতে পারেন ।পেজিনেট পেজকে ব্লক করুন নিমেষেই

 

তারপর রোবট টেক্সট ফাইল নামের অপশনে ঢুকবেন ও এই কোড টুকু disallow: /page/

অ্যাড করে দিবেন তাহলে কাজ সারা।   চাইলে নিচের ছবি টি দেখতে পারেন ।

পেজিনেট পেজকে ব্লক করুন

 

 

উপায় নাম্বার ১০২

 

এবার আমরা কোড করে এটার সমাধান করবো, যারা আমার মতন কোড জানেন না তাদের ভয় নাই। আমরা শুধু কপি কপি খেলা খেলবো । তাহলে খেলা শুরু করা যাক ।

প্রথমে  আমরা আপ্যারেন্স থেকে এডিটরে যাবো । চাইলে নিচের ছবি টি দেখতে পারেন ।

পেজিনেট পেজকে ব্লক

 

তারপর আমরা যাবো ফাংশন.পিএচপি নামক ফাইলে । চাইলে নিচের ছবি টি দেখতে পারেন ।

পেজিনেট পেজ

 

তারপর আমরা এই কোড টুকু সবার শেষে কপি করে পেস্ট করে দিবো । তারপর সেভ করে বের হয়ে গেলেই কাজ শেষ ।

 

আমি প্লাগিন্স নিয়ে তেমন একটা জানি না তাই প্লাগিন্স নিয়ে কোন ধারনা দিবো না ।

আজ যাচ্ছি তবু যাচ্ছি না, খুব শীঘ্রই নিয়ে আসবো আমার ফেস করা ওয়ার্ডপ্রেস ঝামেলার সমাধান সমগ্র নিয়ে । ধন্যবাদ সকলকে ।

 

 

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.