সবাইকে মার্কেটারের শুভেচ্ছা জানিয়ে লিখা টা শুরু করছি। অনেকদিন পরে লিখতে বসলাম কি লিখবো ভাবছিলাম, তখন মাথায় আসলো আমরা সবাই ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট বানাই, সেই ওয়েবসাইট গুলি বানাতে আমি যে প্রব্লেম ফেইস করেছি গত ২ বছর তার সকল নোট গুলি একে একে তুলে দিবো ।
সেই চিন্তা থেকে আজকে আমি যেই টপিক টা নিয়ে আলোচনা করবো সেই টা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন থিম বাছাই করতে হয়, বাছাই করবার পরে আমাদের মনে প্রশ্ন জাগে যদি এই থিম ইউস করেছে এমন কিছু ওয়েবসাইট দেখতে পারতাম তাহলে সেইটা আমি সাজেশন হিসাবে কাজে লাগাতে পারতাম ।
আজকে আমি শেয়ার করছি একটি ছোটো ট্রিক্স কিভাবে যে কোন ওয়ার্ডপ্রেস থিম ইউস করা ওয়েবসাইটের এক্সামপ্ল পাবেন ।
স্টেপ ০১- প্রথমে আপনার যে কোন ব্রাউজারের সার্চ বারে যাবেন ।
স্টেপ ০২- তারপর গিয়ে এইটুকু লিখবেন wp-content/theme/আপনার যে থিমের সাজেসন চান তার নাম লিখবেন/
আমি আপনাদের উদাহারনস্বরূপ digitalpro থিমের নাম দিয়ে সার্চ করে দেখাচ্ছি ।
wp-content/theme/ digitalpro/ নিচের ছবিটি দেখুন ।
স্টেপ ৩- এরপর যে ওয়েবসাইট গুলি আসবে সেইগুলিকে একের পর এক ওপেন করুন । দেখবেন এমন কিছু জিনিষ দেখাবে । নিচের ছবিটি দেখুন ।
স্টেপ ৪- এরপর আপনি তাদের ইউআরএল থেকে wp-content/theme/ digitalpro/ বাদ দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপুন । তাহলে আপনি তাদের হোম পেজে চলে আসবেন ।
ভাবছেন আসলেই কি এটা এই থিম দিয়ে বানানো কিনা । আসুন তা আমরা চেক করে দেখাই ।
গুগল এ গিয়ে লিখে সার্চ করুন wp theme detector তারপর যেকোন একটি ওয়েবসাইটে ঢুকুন । তারপর ওয়েবসাইট এর নাম দিলেই আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কি যে ইউআরএল দিয়েছেন তা কি থিম দিয়ে তৈরি । নিচের ওয়েবসাইট টি কি দিয়ে করা দেখুন নিচের ছবিতে ।
আশা করছি এরপর আর আপনাকে থিম দিয়ে বানানো অনন্য ওয়েবসাইটের নেম সাজেশন খুজে পেতে সমস্যা হবে না ।
আজ যাচ্ছি তবে যাচ্ছি না, সামনে আবার দেখা হবে নতুন কোন ডিজিটাল মার্কেটিং এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে । যে কোন প্রশ্ন করতে আমার পেজের ম্যাসেজ করতে পারেন । ধন্যবাদ সবাইকে ।