আচ্ছা ফেসবুক কল ক্যাম্পেইনে দেখায় ৫০টি কল আসছে রিয়েলি পেয়েছি ৫-৭টি কেন?
উত্তর ফেসবুক কল ক্যাম্পেইন আর রিয়েল ডাটা বিভিন্ন কারনে এক হয় না তার কারন গুলি হচ্ছেঃ
০১ঃ অনেকে Call now বাটন প্রেস করে কিন্তু ফোনের ডায়ালপ্যাড থেকে কল বাটন প্রেস করেনা । এই ক্ষেত্রে ফেসবুক আপনাকে এই ক্যাম্পেইন থেকে ১টি কল কনভার্সন দেখাবে আসলে কিন্তু আপনি কল পান নাই।
০২ঃ কেউ যদি ফাইনাল পয়েন্ট ( যে নাম্বারে আপনি কল ক্যাম্পেইন দিয়েছেন) তার ঐখানে কল আসার আগে কল কেটে দেয় বা কল ড্রপ হয়ে যায় তাহলেও ঐ সেইম ফেসবুক আপনাকে এই ক্যাম্পেইন থেকে ১টি কল কনভার্সন দেখাবে আসলে কিন্তু আপনি কল পান নাই।
৫ টি টিপস শেয়ার করি ফেসবুক কল ক্যাম্পেইন নিয়ে
যদি আপনি কোন শর্ট কোড(১৬২১৬, ৯৯৯ ইত্যাদি) ইউজ করেন, সেই ক্ষেত্রে সার্ভার সাইড প্রসেস করতে টাইমের মাঝে অনেক কল ড্রপ হয়ে যায়, পারলে অ্যাভোয়েড করুন। সার্ভার থেকে হিস্টোরি দেখুন কেমন ড্রপ হচ্ছে। সেই সাথে সাথে চাইলে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে চালিয়ে দেখতে পারেন। এমকানেক্স নামের সার্ভিস দিয়ে এটাকে খুব ভাল ভাবে ট্র্যাক করতে পারেন।
যদি ট্রাস্টেড কোন ব্র্যান্ড না হয় ওয়েলকাম টিউন শুইনা অনেকে ভাগে।
কল ক্যাম্পেইনে গড়ে ৫০ টি কল দেখালে আপনি ১৫-২০% হারে (৮-১০টি) কল পাবেন।
কল ক্যাম্পেইন একটু এক্সপেনসিভ।
দেশের বাহিরে বিশেষ করে ১ম সারির দেশ( কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা ইত্যাদি) দেশে ভাল ফলাফল পাওয়া যায় কল ক্যাম্পেইনে।
আর লিখতে ইচ্ছা করছে না সকাল সকাল আল্লাহ হাফিজ।
ছবি অ্যাড লাইবেরি থেকে নেয়া।