এক্সটারনাল লিংক নোফল করার প্লাগিন্স থেকে মুক্তি দিবে যে দৈত্য

আসালামু আলাইকুম । সবাই ভাল আছেন নিশ্চয়ই। আজকে একটি ছোটো পোস্ট লিখছি কিন্তু আশা করছি সবার কাজে লাগবে।

আমরা সবাই ওয়েবসাইট স্পিড নিয়ে চিন্তায় থাকি, কারন এর উপর আপনার ওয়েবসাইটের সফলতা ব্যর্থতা নির্ভর করে। তাই আমরা ওয়েবসাইট ফাস্ট রাখার চেষ্টা করি কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় আমাদের মাত্রাতিরিক্ত প্লাগিন্স ব্যবহার। কারন যত বেশি প্লাগিন্স ততবেশি জাভাস্ক্রিপ্ট। আর যত জাভাস্ক্রিপ্ট থাকবে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট লোড হতে সময় নিবে।

এক্সটারনাল লিংক নোফল করার প্লাগিন্স থেকে মুক্তি দিবে যে দৈত্য
এক্সটারনাল লিংক নোফল করার প্লাগিন্স থেকে মুক্তি দিবে যে দৈত্য

আজকের আমি যে কোড শেয়ার করছি তা আপনাকে সকল এক্সটারনাল লিংক নোফল করে দিবে কোন প্লাগিন্স ছাড়া। তারমানে এই কোড আপনাকে এক্সটারনাল লিংক নোফল করার প্লাগিন্স থেকে মুক্তি দিবে।

কোড দেখুন নিচে

function rel_nofollow( $content ) {
return preg_replace_callback( ‘/]+/’, ‘rel_nofollow_callback’, $content );
}
add_filter( ‘the_content’, ‘rel_nofollow’, 99999 );

function rel_nofollow_callback( $matches ) {
$link = $matches[0];
$exclude = ‘(‘. home_url() .’|http://([^.]+.)?(wp.org|wp.com))’;
if ( preg_match( ‘#href=\S(‘. $exclude .’)#i’, $link ) )
return $link;

if ( strpos( $link, 'rel=' ) === false ) {
    $link = preg_replace( '/(?<=<a\s)/', 'rel="nofollow" ', $link );
} elseif ( preg_match( '#rel=\S(?!nofollow)#i', $link ) ) {
    $link = preg_replace( '#(?<=rel=.)#', 'nofollow ', $link );
}

return $link;
}

এই কোডটুকু আপনার ফাংশন ডট পিএচপি তে সবার শেষে অ্যাড করে দিবেন। তারপর সেভ বাটন প্রেস করুন।

এখন আপনি আপনার যে কোন পোস্ট যেটিতে এক্সটারনাল লিংক রয়েছে সেই পোস্টটি খুলুন তারপর কিবোর্ড থেকে Cntrl+U  চাপুন। ঐ  ইউআরএল কে সার্চ করুন Cntrl+F দিয়ে দেখুন সেই ইউআরএল নোফল করার কাজ করতে আপনি সফল হয়েছেন কোন প্লাগিন্স ছাড়া।নিচের জিপফি দেখুন। এখানে আমি আমার ওয়েবসাইটের ওয়েব ২.০ কথামালা  উদাহারন হিসাবে ব্যবহার করেছি।

আমি আমার স্বল্প নলেজ থেকে আপনাদের সাথে এই বিষয় বস্তু গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি কাজ করতে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা বা প্রবলেম ফেইস করেছেন কমেন্ট বক্সে জানান। কোন ব্যাপারে দ্বিমত পোষণ করলে খোলামনে যুক্তিসহ কমেন্ট করুন। আমার পেজে লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকতে পারেন।

আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না,আবারো এসে আপনাদের সামনে হাজির হব ডিজিটাল মার্কেটিং এর কোন টিউন নিয়ে । ধন্যবাদ ।

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.