যারা আমার মতন ব্যাকলিঙ্ক নিয়ে ভুগছেন তাদের জন্য ২য় পোস্ট নিয়ে আসলাম। আমরা ব্লগ কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক পেতে পারি ডুফলো কিনবা নোফলো। যদি আমরা রিলিভেনট ব্লগ কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক পেতে পারি তার আলাদা একটা মূল্য রয়েছে কিন্তু আপনি রিলিভেনট নয় এমন ব্লগ কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক নিলে গুগল আপনাকে স্প্যাম ধরবে এমন ব্লগ কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্কের কোন দাম নাই, এতে আপনার সাইট এর রাঙ্কিং ফল করবে। কি ভাবে রিলিভেনট ব্লগ কমেন্টের ওয়েবসাইট খুজে পাবেন তাই আমি এই পোস্ট এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো।
১) আপনি এই ওয়েবসাইট থেকে খুজে বের করতে পারবেন। ড্রপ মাই লিংক
২)আপনি এই স্টিং দিয়ে খুজতে পারেন
“keyword” site:.xxx inurl:blog
আপনি xxx এর জায়গায় .com,.net,.edu,.gov যা ইচ্ছা লাগাতে পারেন
৩) “keyword” site:.xxx “comment” -“you must be logged in” -“posting closed” -“comment closed”-“leave a comment”
আপনি xxx এর যাইগায় .com,.net,.edu,.gov যা ইচ্ছা লাগাতে পারেন
৪)inurl:blog.*.xxx “keyword”
আপনি xxx এর যাইগায় .com,.net,.edu,.gov যা ইচ্ছা লাগাতে পারেন
আমার বাংলা বানানে যদি কোন ভুল ত্রুটি পান তবে অবশ্যই জানাতে ভুলবেন না।আর আপনি নিউ কি জানলেন ব্যাকলিঙ্ক সোর্স নিয়ে তা সবার সাথে শেয়ার করে সবার ব্যাকলিঙ্ক সোর্স ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সহযোগিতা করুন। নলেজ শেয়ার করলে কমেনা। ধন্যবাদ সকলকে ।