আজ আমি আপনাদের সামনে আর একটি ব্যাকলিঙ্ক এর একটি সোর্স নিয়ে আলোচনা করবো আশা করছি এর মাধ্যমে আপনার সাইট এর জন্য কিছু ভাল কুয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন।আমরা সবাই এডু সাইট এর ব্যাকলিংক পাবার জন্য হন্য হয়ে থাকি।
☛Site:.edu “your keyword”
☛Site:.edu “your keyword” + “resources”
☛Site:.edu “your keyword” + inurl:links
☛Site:.edu “your keyword” + “other sites”
এখন আপনার কাজ জটপট একটা লিস্ট বানিয়ে ফেলা। ভাবছেন কিভাবে এত সাইট এর লিংক কালেক্ট করবেন আপনি গুগলে যান গিয়ে Link Grabber ইন্সটল করে নিন ( চরম ব্রাউজার) আর এক নিমিষে সব ইউআরএল কালেক্ট করে ফেলুন। এরপর আপনি দেখেন কোন সাইট গুলিতে রিসোর্স পেজ রয়েছে তাদেরকে একটা মেইল লিখে ফেলান এবং প্রত্যেককে জানান আপনার ওয়েবসাইট তাদের রিসোর্স পেজে যোগ করে দিলে, তাদের রিসোর্স পেজ আরো বেশি রিসোর্সফুল হবে।তারা আপনার প্রস্তাবে সম্মত হলে আপনি পাবেন খুব হাই কুয়ালিটির একটা এডু সাইট এর ব্যাকলিংক। এছাড়া আপনি এই প্রদ্ধতিতে এডু সাইট থেকে প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন। আশা করছি আপনার আর এডু সাইট এর ব্যাকলিংক পাবার জন্য ফাইভার, এসইও ক্লার্ক এই সব মার্কেটপ্লেসে ডলার ভাঙ্গতে হবে না। যারা পূর্বের পর্ব গুলি মিস করছেন তাদের জন্য