আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব । আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে ফেসবুক থেকে আপনি একটি ডুফলো ব্যাকলিঙ্ক পেতে পারেন। আগেই বলে রাখছি আপনার একটা পেজ এর দরকার হবে এই ব্যাক লিংক পেতে ।
প্রথমে আমার দেয়া লিংকে ক্লিক করবেন। https://apps.facebook.com/static_html_plus/
তারপর আপনার সামনে এমন একটা পেজ আসবে ।
তারপর সবুজ জাইগা,যেই খানে লিখা অ্যাড স্ট্যাটিক এইচটিএমএল টু এ পেজ নামক জাইগায় ক্লিক করবেন ।
তারপর আপনি ফেসবুক পেজেস নামক জাইগায় থেকে আপনি আপনার যেই পেজ থেকে লিংক নিতে চান সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড পেজ ট্যাব নামক অপশনে ক্লিক করবেন । আপনাদের সুবিধার্থে নিচে আমি একটা চিত্র অ্যাড করলাম ।
তারপর আপনাদের সামনে এমন একটা উইন্ডো আসবে । সেই উইন্ডো এর সেট
আপ ট্যাব নামক জাইগায় ক্লিক করুন। আপনাদের সুবিধার্থে নিচে আমি একটা চিত্র অ্যাড করলাম।
সেট আপ ট্যাব নামক জাইগায় ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে ।
তারপর নিচের আমার দেখানো লাল বক্স এর জাইগায় আপনার কোড এনে বসিয়ে দিবেন । ভাবছেন কিভাবে কোড বসাবেন । আমি আমার ওয়েবসাইট এর কোড বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ।
এটা হল আমার কোড । আমি কোড টাকে বক্সে বসালাম।
<a href=” http://kaziaminulislam.com/” target=”_blank” rel=”dofollow”>Kazi Aminul Islam</a>
আপনাদের সুবিধার্থে নিচে আমি একটা চিত্র অ্যাড করলাম ।
চাইলে আপনি প্রিভিউ বাটন ক্লিক করে প্রিভিউ দেখতে পারেন। না হয় সরাসরি সাভ অ্যান্ড পাবলিশ বাটন ক্লিক করুন । তারপর আপনি যদি চান যে আমি যে লিংক করলাম তাই দেখি আসি একটু তাহলে এই পেজ এর ভিউ অন ফেসবুক ক্লিক করুন । তারপর দেখুন আপনার ব্যাক লিংক পেয়ে যাবেন । আপনাদের সুবিধার্থে নিচে আমি একটা চিত্র অ্যাড করলাম ।
দেখুন এখানে আমার এঙ্কর টেক্সট দেখাচ্ছে ।তারমানে আমি ফেসবুক থেকে ব্যাক লিংক নিতে সফল হয়েছি।
আজ যাচ্ছি তবে যাচ্ছি না আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ ভাল থাকুন ও আপনার আশে পাশের মানুষ গুলিকে ভাল রাখুন ।আমার ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউ আপডেট পাবার জন্য ।
ধন্যবাদ