বিং এআই ফিচার আপগ্রেড

আসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করছি ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিংএর সার্চ ইঞ্জিনের  একটি নিউ ফিচার Intelligent Question-Answering নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক।

বিং অনেক আগে থেকেই জনপ্রিয় ভাষার( ইংলিশ, জার্মান, ফ্রেন্স ইত্যাদি) এআই ইউজ করে ইউজারের প্রশ্নের উত্তর দিতো । কিন্তু পৃথিবীতে ভাষা রয়েছে হাজারের উপরে তাদের কথা চিন্তা করে বিং এবার ১০০ ভাষার প্রশ্ন ও উত্তর এআই  ফিচার অ্যাড করেছে ।

যেমন আমি সার্চ করছি বিং সার্চ ইঞ্জিনে “what are the benefits of eating apricots”

ফলাফলে আপনাকে দেখাবে এমন একটা রেজাল্ট

bing ai
Bing AI Example

আপনি চাইলে নিজে এই লিংকে ক্লিক করে দেখে আস্তে পারেন।

ভাবছেন আমাদের মাতৃভাষা বাংলা কি আসবে এই এআই সার্চ লিস্টের সাজেশনে । জিনা কাজ করছেনা।

এবার আসুন কিভাবে এটা সেট করবেন তা নিয়ে একটু জানা যাক।

প্রথমে সেটিং আসুন বিং সার্চ ইঞ্জিনের তারপর ভাষা কে আপনি পরিবর্তন করে দিন আপনার ইচ্ছা মতন। তারপর সার্চ করুন।

 

setting bing
Bing AI Setting

ধন্যবাদ সবাইকে । আমার লিখা ভাল লাগলে আমার পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার মনের প্রশ্ন কমেন্ট করে জানান । আল্লাহ হাফিজ ।

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.