How to automatically empty trash on a daily basis
শুভ দিন। সবাই ভাল আছেন নিশ্চয়ই। আজকে অনেকদিন পরে আপনাদের জন্য লিখা শুরু করলাম। কি লিখবো কি লিখবো ভাবছিলাম। তখন ভাবলাম একটা মজার বিষয় কিভাবে প্রতিদিন ট্র্যাশ খালি করবেন তাই নিয়ে শেয়ার করি।
আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের বিভিন্ন আইটেম যেমন পোষ্ট অথবা কমেন্টস কোন কিছু Delete করা হয় তা নিজ থেকে ট্র্যাশ এ জমা হয়। নিচের কোডটি ব্যবহার করে আপনি প্রতিদিনের ট্র্যাশ খালি করে অপ্রয়োজনীয় পোষ্টগুলো স্বয়ংক্রিয় ভাবে প্রতিদিন স্থায়ীভাবে মুছে দিতে পারেন।
আপনার ওয়ার্ডপ্রেসের Root Directory তে অবস্থিত wp-config.php নিচের কোডটি পেষ্ট করুন।
define('EMPTY_TRASH_DAYS', 1);
এখানে 1 কে যেকোন সংখ্যা দ্বারা রিপ্লেস করতে পারেন। যেই সংখ্যা দিবেন সেই সংখ্যা অনুসারে আপনার ট্র্যাশ খালি হয়ে যাবে।! যেমন আমি দুই দিন পরে চাইলে এক এর পরিবর্তে দুই করে দিন।
কিভাবে করবেন জানতে এই ভিডিও টি দেখতে পারেন।
আশা করছি এরপর আর আপনার জাঙ্ক ফাইল মুছে দিতে সমস্যা হবে না, হলে কমেন্ট করে জানাবেন।
আজ যাচ্ছি তবে যাচ্ছি না, সামনে আবার দেখা হবে নতুন কোন ডিজিটাল মার্কেটিং এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে । যে কোন প্রশ্ন করতে আমার পেজের ম্যাসেজ করতে পারেন । ধন্যবাদ সবাইকে ।