আসালামু আলাইকুম। আজকের পোস্ট রাম গরুদের ছানারা পরিহার করুন বাকি সবাই এক বস্তা হাঁসার জন্য তৈরি হউন । আসলে আজকে কাজ করছিলাম হঠাৎ এক ভাইয়ের প্রশ্নের সম্মুখিন হলাম ।
ভাই অ্যামাজনে এমন প্রোডাক্ট চলে, আমি উত্তরে বলছিলাম “ অ্যামাজনে চুলের ফিতা থেকে জুতার ফিতা পর্যন্ত বিক্রি হয়”।আজকের পোস্টটি সেই ভাইকে উৎসর্গ করছি ।
প্রথমে আমি আপনাদের প্রোডাক্টের নাম বলছি “Hawan Kund Cow Dung Cake Set”
ভাবছেন জিনিষটা কি? নিচের ছবিটি দেখুন কিছু যদি বুঝতে পারেন ।
যদি না বুঝতে পারেন তাহলে আমি একটা ওয়ার্ড এর বাংলা বলি বাকিটা ইতিহাস
Dung মানে গরুর গোবর। অ্যামাজনে কিন্তু গরুর গোবর ও বিক্রি হয় ।
আসুন কিছু রিভিউ দেখি যারা প্রোডাক্টটি কিনেছে তাদের ।
কয়েকজনের রিভিউ এর বাংলা অনুবাদ নিচে দিচ্ছি
#১. আমার ঘরে অনেক আছে,চাইলে আপনি ফ্রী নিতে পারেন শুধুমাত্র ডেলিভারি খরচ দিলেই চলবে ।
#২.এটা খুবই ভালো মানের,আমরা এটা সকালের নাস্তাতে মাখনের সাথে নেই ।
#৩.খুবই ভালো পণ্য। আপনি এটি আপনার জন্মদিনের পার্টি এর জন্য ক্রয় করতে পারেন ।
উপরের স্ক্রীন শর্ট দেখুন । আমার কথার সত্যতা যাচাই এর জন্য নিচের দেয়া লিংক ভিসিট করে আসতে পারেন।Link
কি বলবো আমি সব কমেন্ট পড়ে একা হাসছিলাম পুরা ৫ মিনিট। আপনার কি অবস্থা কমেন্ট করে জানাতে ভুলবেন না । যারা ভাবেন এই প্রোডাক্ট কেউ অ্যামাজন থেকে কিনে কিনা তাদের উত্তর আশা করি পেয়ে গেছেন । যারা এখন ও সাবসক্রাইব করেন নাই তাদের বলছি আপনার সামনের সপ্তাহিক ব্যাকলিংক সোর্স মিস করবেন। যেই পোস্ট গুলিতে আমি স্ক্রীন শর্ট দিয়ে A 2 Z ঐ ব্যাকলিংকটা কিভাবে করা হয়েছে দেখিয়ে দিবো । তাই অতিসত্বর সাবসক্রাইব করে ফেলুন ।
আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে নতুন কোন এসইও অথবা অ্যাফিলিইয়েট নিয়ে মজার কোন বিষয়ে । ধন্যবাদ