আসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আশা করছি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কনটেন্ট নিয়ে যত ধরনের টুলস ব্যবহার করা যায় ও তার জনপ্রিয় টুলসের নামের লিস্ট।
প্রথমে শুরু করছি রিসার্চ টুলস দিয়ে, কিভাবে টপিক খুঁজে পাবেন বা কিওয়ার্ড রিসার্চের সাথে এই গুলিকে ইউজ করে আর অপ্টিমাইজ করা যাবে।
এবার আসি কিভাবে কনটেন্ট অপ্টিমাইজ করা যাবে।
content optimization
- Online Keyword Density Checker
- CopyScape Plagiarism Checker
- Yoast SEO
- WebSite Auditor
- SurferSEO
কনটেন্ট বানাইলেন তার ছবি বানাবেন না তা কি হয়, তাই এখন উপস্থাপন করছি ইমেজ ক্রিয়েশন টুলস।
image creation
- Quozio
- Search Trends Chart Generator
- Canva
- Piktochart
কনটেন্ট পাবলিশের পরে আসে তার পারফর্মেন্স দেখে অ্যানালিসিস করা তার জন্য ব্যবহার করতে পারেন নিচের টুলস।
content analysis
- Google Analytics
- Webvisor
এবার আপনি কনটেন্ট রিলেটেড সার্ভে করতে চাইলে এই টুলস ইউজ ব্যবহার করতে পারেন।
Survey tools
- Survey Monkey
- Google Forms
- Tally.so
এবার আসি যদি আপনি কোন লাইভ করতে চান তাহলে কি টুলস ইউজ করবেন এমন কিছু টুলস নিয়ে।
Screencasting tools
- Zoom Meetings
- Camtasia
- Screenflow
- Livestorm
- Webinars Ninja
- Loom
- OBS Studio
আচ্ছা আপনি কি কি টুলস ব্যবহার করেন, আর আপনার সাথে কি কি মিলে গেছে এই লিস্টের সাথে তা কমেন্ট করে জানান। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, এই মহামারীর সময় এই কামনা করছি। আর চাইলে নিউজলেটার সাবস্ক্রাইব করুন নতুন পোস্ট আপডেট হওয়া মাত্র নোটিফিকেশন পেতে। আল্লাহ হাফিজ।