আজকে চলে আসলাম নতুন একটা লিখা নিয়ে, আশা করছি সবাই ভাল আছেন। আজকে শেয়ার করবো কিছু গুগল অ্যানালিটিক্স নিয়ে কিছু মজার ট্রিক্স আশা করছি নিউবি সবাই এতে দিয়ে কিছু শিখতে পারবেন।
গুগল অ্যানালিটিক্স সিক্রেট ১
আপনি যদি জানতে চান কোন ইউআরএলে কত ট্রাফিকস আসছে তার মাধ্যম কি তাহলে এই মেথডটি আপনার জন্য।
Home>> Behaviour>> All Pages যান,তারপর Secondary dimension ক্লিক করুন নিচের ছবিটি দেখুন খুঁজে পেতে প্রব্লেম হলে
তারপর Commonly used থেকে Source and Medium সিলেক্ট করুন। নিচের ছবিটি দেখুন খুঁজে পেতে প্রব্লেম হলে
তারপরে দেখুন আপনার এমন ফলাফল দেখাবে যে কোথা থেকে কত ট্রাফিক কোথা থেকে আসছে, আমি ইউআরএল হাইড করে রেখেছি ।নিচের ছবিটি দেখুন ।
গুগল অ্যানালিটিক্স সিক্রেট ২
আমরা সাইট স্পিড নিয়ে সবাই চিন্তিত থাকি। তারপর স্পিড বাড়ে না, কারন অনেক ইউআরএল সমন্বয়ে আমাদের ওয়েবসাইট। তাই সব ইউআরএল স্পিড আলাদা আলাদা ভাবে জানলে আমাদের ঐ সব ইউআরএল স্পিড অপ্টিমাইজ করতে সুবিধা হয়, তাই ইউআরএল আলাদা স্পিড জানার মেথড এখনই শেয়ার করছি।
Home>> Behaviour>> Site Speed>> Page Timing যান, নিচের ছবিটি দেখুন খুঁজে পেতে প্রব্লেম হলে ।
এরপর আপনি খালি সেভ করে রাখুন যাতে আপনি সামনের বার আগের বারের সাথে তুলনা করতে পারবেন। তারপর এক্সপোর্ট করুন দেখুন কোন ইউআরএল কত স্পিড। তারপর স্পিড অপ্টিমাইজ করতে শুরু করে দিন। নিচের ছবিটি দেখুন খুঁজে পেতে প্রব্লেম হলে
গুগল অ্যানালিটিক্স সিক্রেট ৩
আমাদের কে গুগল অ্যানালিটিক্স যেমন মাসিক রিপোর্ট দিয়ে থাকে, যদি নির্দিষ্ট কোন বিষয়ের উপরে মেইলে নোটিফিকেশন দিতো তাহলে ভাল হত। তেমন ফিচার কিন্তু গুগল অ্যানালিটিক্সে রয়েছে। আসুন তাহলে আজকে তাই জানা যাক।
প্রথমে অ্যাডমিন বাটনে ক্লিক করুন তারপর PERSONAL TOOLS & ASSETS >> Custom Alert ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন খুঁজে পেতে প্রব্লেম হলে।
তারপর আপনি আপনার ইচ্ছামতন কাস্টম অ্যালারট ক্রিয়েট করে নিন। চাইলে নিচের ছবিটি দেখতে পারেন।
আর লিখবো না আর একদিন লিখবো যদি আপনাদের সাড়া পাই। আর এমন নিত্য নতুন গুগল অ্যানালিটিক্স সম্পর্কিত পোস্ট জানতে আমার ওয়েবসাইটের নিউজলেটার সাবস্ক্রাইব করুন। আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ।