গুগল কোর আপডেট ২০২১ নিয়ে কিছু কথা

হাহাহা, কে কে এআই কনটেন্ট নিয়ে এক্সসাইটেড তাদের জন্য লাস্ট আপডেটে মামা সুসংবাদ নিয়ে আসছে। কারা কারা চাঁছাছোলা বাঁশ খাবেন তার লিস্ট এক নজরে দেখে নিন গুগল কোর আপডেট ২০২১।

  • Autogenerated content
  • Link schemes
  • Unoriginal content
  • Cloaking
  • Hidden text or links
  • Doorway pages
  • Scraped content
  • Abusing structured data

Doorway pages: এইখানে আপনি থিন কনটেন্ট ব্যবহার করে অনেক কিওয়ার্ড ইউজ করলেন সার্চ ইঞ্জিনের জন্য, সাথে অনেক সাব ডোমেইন, একাধিক ডোমেইন ক্রিয়েট করা, তারপর রিডাইরেক্ট করে আপনার টার্গেট পেজে নিয়ে আসলেন। এই স্বভাবের অধিকারী বা অধিকারিণী হলে আপনি শেষ।

Hidden text or links: আপনি যদি সার্চ ইঞ্জিনে ভাল সুবিধা পেতে ব্যাক এন্ডে এক কোড ও ফ্রন্ট এন্ডে আর এক কোড রাখেন। তার ভিতরে টেক্সট ও লিংক রাখলে আপনি বাঁশ খাবেন।

Cloaking: আপনি যদি ক্লকিং করেন। সার্চ ইঞ্জিন বট ও মানুষের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করেন।

Unoriginal content: আপনি যদি ডুপ্লিকেট কনটেন্ট ব্যবহার করেন, ফ্রেস ও প্রোডাক্টটিভ না যার বেশি ভাগ কপি পেস্ট হলেও সেইম কেস হবে।Link schemes: আপনি যদি লিংক স্ক্যাম করেন, যেমন ধরুন আপনি একটা কিওয়ার্ডকে র‍্যাংক করতে চান আপনি উল্টাপাল্টা লিংক করলেন শার্প রেজাল্ট পরিবর্তনের জন্য এটা লিংক স্ক্যাম ।

Autogenerated content: আপনি কোন প্রোগ্রাম দিয়ে কনটেন্ট জেনারেট করলেন। যেমন আমি জার্মান টুঁ ইংলিশ ট্রান্সলেটর দিয়ে জেনারেট করে ওয়েব এ দিয়ে দিলাম কোন রিভিউ ছাড়া, আমি আপনার কনটেন্ট জাস্ট প্রতিশব্দ দিয়ে পরিবর্তন করে দিলাম আমার ওয়েবে, Atom/RSS feeds দিয়ে স্ক্র্যাপ করে জেনারেট করা ইত্যাদি।

এই কোর আপডেটে কার কি অবস্থা জানাতে ভুলবেন না। আর লিখার বানান ভুলত্রুটির জন্য দুঃখিত। সবাই শাটডাউন মেনে ঘরে থাকুন, সুস্থ থাকুন ।

Get more stuff

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.