ক্যানোনিকাল ট্যাগ নিয়ে অনেকের মনে জমে আছে অনেক কথা আশা করছি, এই লিখাটি আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে ক্যানোনিকাল ট্যাগ নিয়ে।
ক্যানোনিকাল ট্যাগ কি
আপনি গুগলকে বললেন যে হে গুগল এটা অরিজিনাল পোস্ট যেটা আপনার গুগল সার্চ রেজাল্ট পেজ দেখাবে।
কেন ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করবেন?
- যদি আপনার একাধিক জাইগায় সেইম কনটেন্ট প্রকাশ করেন।
- আপনার লিখা যদি কপি পেস্ট হয়।
- আপনার যদি মোবাইল, ওয়েব, ভাষা ইত্যাদির জন্য আলাদা ভার্সন থাকে।
ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার না করলে গুগল কি করবে?
কিছু করবেনা সে আপনার সাইটের মাঝে ইচ্ছে মতন একটি পেজে নিজের মতন করে অরিজিনাল পেজ ধরে নিজের মতন করে ক্যানোনিকাল ট্যাগ ধরে নেবে। আপনার সাইট আপনি www. বা www ছাড়া ভার্সন ব্যবহার করেন না কেন।
কিভাবে ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করবো?
আপনি আপনার প্রিফার ভার্সনে আপনার ডোমেইনের সম্ভব ভার্সনকে রিডাইরেক্ট করবেন। আর সিএমএসে সেটিং সময় করা হইয়া যায়। আর এসইও টুলস বাই ডিফল্ট কনটেন্ট পেজে বসাই দেয়। সাইটম্যাপে আপনি আপনার মেইন ইউআরএল গুলি সাবমিট করলে খেল খতম।
ওয়ার্ডপ্রেসে কি দেয়া সম্ভব?
জি সম্ভব, ইয়োস্ট বা র্যাঙ্কমাথের পোস্টের অ্যাডভান্সে গেলে দেখতে পারবেন। সিএমএসে এটা অটোমেটিক আপনার পোস্ট পেজে বসাই দেয় যদি আপনি না বদলান।
আমি কিভাবে জানবো কোন সাইট ক্যানোনিকাল ট্যাগ ইউজ করছে কিনা?
rel=”canonical” লিখে সার্চ করুন ভিউ সোর্স পেজে গিয়ে।
লিখক কি ভেবে প্যাঁচাল পারলো
শেষে এক কাপ কফি নিয়ে বসে বলুন চুমুক দিতে দিতে এইসব কিছু হইলো পোলা জন্মের আগে আমি নিজেই মেরে ফেলেছি তা নিয়ে রাজনীতি করার কি হল? আসলে আমাদের মতন যারা টুকটাক চাকরি বাকরি করেন বা কাস্টম ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই কাজে দিবে। কফি শেষ আমার লিখা শেষ করে দেই। আল বিদা