আসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করছি ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকের একটি নিউ ফিচার অফ ফেসবুক অ্যাকটিভিটি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক।
সীমার একটা ফাজলামি থাকে, তার সীমা ফেসবুক অতিক্রম করে ফেলেছে। আপনার জান( বাবু,সোনা কিংবা জীবন যাই ভাবেন, ভাবুন) মাল কোন কিছু আর কার কাছে সুরক্ষিত না। আগে আমরা চিল্লাই বলতাম গুগল আমাদের কাছে থেকে সবচেয়ে বেশি ডাটা নেয় । এখন আমাদের বলতে হচ্ছে মুখের বই ও কম নেয় না। আসুন মেইন ক্যাচালে যাই।
ধরুন আপনি একটা ১৮+ ওয়েবসাইটে না চাইতে ঢুকে পরছিলেন নিজের অজান্তে বা ইচ্ছা করে ঢুকে ছিলেন। আবার ধরুন যে আপনি আপনার কাজে কোথাও চেক ইন দিলেন হাইড করে মা বাপকে। তারপর যদি ভুলে ফেসবুক নামক মুখের বই ওপেন করে চলে যান বা আপনার আইডি অ্যাক্সেস যাদের কাছে তারা চাইলে আপনার ওয়েবসাইট কই কই যান, কই কই ঘুরেন এক নিমেষেই জেনে যেতে পারবে। ভাবছেন কিভাবে, উত্তর সহজ Off-Facebook Activity দিয়ে। এবার কোন বাবু সোনাই নিরাপদ না , যদি এক্সট্রা লেভেলের বোকা( চালাক) না হয়।

কিভাবে Off-Facebook Activity ফিচার খুজে পাবেন । আপনার যদি ফেসবুক লগ ইন করা থাকেন এই লিংকে ক্লিক করে চলে যেতে পারেন ।
ঝামেলা করে যদি যেতে চান আমি না করবো না
- প্রথমে আপনি আপনার Settings & Privacy ক্লিক করুন ।
- তারপর আবার Settings ক্লিক করুন।
- তারপর আবার Your Facebook Information ক্লিক করুন।
- তারপর আবার Off-Facebook Activity ক্লিক করুন।
ভাবছেন ফেসবুক কিভাবে করে এত ডাটা সংগ্রহ করছে? তারা তাদের দিয়ে লগ ইন করা অ্যাপস, ফেসবুক চ্যাট, ফেসবুক পিক্সেল ইত্যাদি কোড ইন্সটল ওয়েবসাইট থেকে ডাটা নিচ্ছে। কেন নিচ্ছে সে আপনার গতিবিধি অনুসারে আর সঠিকভাবে যাতে বিজ্ঞাপন দেখাতে পারে তাই।
এতটুকু পড়ে যাদের পিলে চমকে উঠেছে বলছেন মনে মনে কিভাবে নিস্তার পাবেন এই জ্বালা থেকে তাদের জন্য এই পার্টটুকু
প্রথমেই আপনি আপনার অজান্তে নেয়া ইনফো গুলি ক্লিয়ার করে দেন এইখান থেকে।

তারপর নিচের স্ক্রীনশর্টটি দেখুন

তারপর উপরের লাল বক্সের জাইগায় ক্লিক করুন । তারপর নিচের স্ক্রীনশর্টটি দেখুন ।

তারপর উপরের লাল বক্সের জাইগায় ক্লিক করুন । তারপর নিচের স্ক্রীনশর্টটি দেখুন ।

তারপর উপরের লাল বক্সের জাইগায় ক্লিক করুন । তাহলে আপনার অফ ফেসবুক অ্যাকটিভিটি বন্ধ হয়ে যাবে।
ভাই আমি চাই কিছু অফ কিছু অন রাখতে তাদের জন্য। নিচের স্ক্রীনশর্টটি দেখুন ।

তারপর যেই ওয়েবসাইট বা অ্যাপ অফ ফেসবুক অ্যাকটিভিটি বন্ধ করতে চান সিলেক্ট করে অফ করে দিন । নিচের স্ক্রীনশর্টটি দেখুন ।

আমি এইখানে দুইটি সিলেক্ট করলাম তারপর নেক্সট ক্লিক করলাম। নিচের স্ক্রীনশর্টটি দেখুন ।

তারপর টার্ন অফ ক্লিক করুন। তাহলে খেল খতম হইয়া যাবে।
আপনার পাশের বাসার বোনটির দিকে কু নয় সুদৃষ্টিতে তাকান। আপনার মনোভাব পরিবর্তন বদলে দিবে আমাদের সমাজ ও দেশকে।
ধন্যবাদ সবাইকে । আমার লিখা ভাল লাগলে আমার পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার মনের প্রশ্ন কমেন্ট করে জানান । আল্লাহ হাফিজ ।